রুয়েটে অ্যাস্ট্রোনমি সোসাইটির বিজ্ঞান উৎসব

প্রকাশ | ২৫ নভেম্বর ২০১৭, ১১:০৮ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৭, ১১:২৮

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(রুয়েট) এ পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘রুয়েট অ্যাস্ট্রোনমি ও সায়েন্স সোসাইটি। সংগঠনটি ৩০ নভেম্বর আয়োজন করতে যাচ্ছে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় বিজ্ঞান উৎসব ২০১৭।

উৎসবে বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীদের জন্য থাকছে বেশ কিছু আকর্ষণীয় প্রতিযোগীতা এবং প্রোগ্রাম। 

মূলত বিজ্ঞানমনস্ক সুপ্ত প্রতিভা গুলোকে খুঁজে বের করার জন্যই অ্যাস্ট্রোনমি অ্যান্ড সায়েন্স সোসাইটি অব রুয়েট বিভিন্ন সৃজনশীল প্রতিযোগীতা ও কর্মশালার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় আন্তঃবিশ্ববিদ্যালয় বিজ্ঞান উৎসবের আয়োজন করা হয়েছে।

এই প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবে। উৎসবে থাকছে রুবিক্স কিউব মেলানো, বিজ্ঞান বক্তৃতা, কুইজ কনটেস্ট, ভিডিও ডকুমেন্টারি কনটেস্ট, পোস্টার প্রদর্শনী ইত্যাদি। 

অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে থাকবে ফানুস উৎসব এবং ক্লাবের ৮ ইঞ্চি ক্যাসিগ্রেইন টেলিস্কোপ দিয়ে রাতের আকাশ পর্যবেক্ষণ।

এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন গণমাধ্যম ঢাকাটাইমস। 

উৎসবের বিস্তারিত জানতে ভিজিট করুন সংগঠনটির ফেসবুক পেজে: facebook.com/assr.ruet

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এজেড)