সাইফের এক ওভার ৩২ রান, বিপিএলে নতুন রেকর্ড সামির

প্রকাশ | ২৫ নভেম্বর ২০১৭, ১৭:০৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

দক্ষিণ আফ্রিকা সফরে মিলারের তাণ্ডবের শিকার হয়েছিলেন তরুণ পেসার সাইফ উদ্দিন। এক ওভারে দিয়েছিলেন ৩১ রান। এবার এই সাইফের উপরই চড়াও হলেন ড্যারেন স্যামি। সাইফের এক ওভার থেকে ৩২ রান নিয়ে বিপিএলে নতুন রেকর্ড সৃষ্টি করলেন রাজশাহী কিংসের অধিনায়ক।

প্রথম দুই ওভার বেশ ভালোই করেছিলেন সাইফ। ২ ওভার মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন। কিন্তু দলের শেষ ওভার করতে এসে স্যামির রোষানলে পড়তে হয় তরুণ ফাস্ট বোলার সাইফ উদ্দিনকে। এক ওভারে ৩২ রান নিয়ে বিপিএলে নতুন রেকর্ড গড়েন স্যামি।

২০১৩ সালের বিপিএলে সিলেটের নাজমুল মিলনের এক ওভার থেকে ২৯ রান নিয়েছিলেন ক্রিস গেইল। বিপিএলে এতদিন এটাই ছিল এক ওভার সবচেয়ে বেশি রান। চট্টগ্রামে শনিবার সেই রকর্ড ভেঙে দেন স্যামি।

প্রথম দুই ওভারে মাত্র ৬ রান দেওয়ার পর নিজের তিন নম্বরে ওভারে ১২ রান দেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তরুণ পেসার সাইফ উদ্দিন। শেষ ওভার বল করার দায়িত্ব দেওয়া হয় তাকে। প্রথম বলে চারের পর দ্বিতীয় বলে ছক্কা। ওভারের তিন নম্বর বলেও বাউন্ডারি হতে পারত। কিন্তু ফিল্ডারের কৃতিত্বে বাউন্ডারি হতে পারেনি। ২ রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় স্যামিকে।

চতুর্থ বলে আবার ছক্কা। চতুর্থ বলটি দেন ওয়াইড। পঞ্চম বলে আসে ছক্কা। শেষ বলটি ওয়াইড দিয়েছিলেন তালগোল পাকিয়ে ফেলা সাইফ। ফুলটস বলে ছক্কা হাঁকিয়ে নতুন নজির সৃষ্টি করেন স্যামি। শেষমেশ ৪ ওভার ৫০ রান দিয়ে ৩ উইবেট নেন সাইফ।

অন্যদিকে ১৪ বলে ছয় ছক্কায় অপরাজিত ৪৭ রান করেন স্যামি। আর রাজশাহীর স্কোর ২০ ওভারে ১৮৫।

 (ঢাকাটাইমস/২৫নভেম্বর/ডিএইচ)