মৌলভীবাজারে মাদকবিরোধী আলোচনা সভা

প্রকাশ | ২৬ নভেম্বর ২০১৭, ১৭:২১

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস

‘এসো নেশা ছেড়ে কলম ধরি মাদকমুক্ত সমাজ গড়ি, প্রতিটি পরিবারই হোক মাদকমুক্ত আদর্শ পরিবার’- এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে শিক্ষাঙ্গণে সচেতনতামূলক মাদকবিরোধী আলোচনা সভা হয়েছে।

রবিবার সকালে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়েজনে শহরের কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ হল রুমে এ আলোচনা সভা হয়।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মানানের সভাপতিত্বে ও সমাজসেবক মেরাজ  চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি সমাজকর্মী সৈয়দ মোস্তাক আলী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সুবোধ কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- চ্যানেল এস ইউকে পরিচালক ও সাংস্কৃতিক কর্মী খালেদ চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাব কার্যনিবাহী কমিটির সদস্য ও ঢাকাটাইমস জেলা প্রতিনিধি মো. মাহবুবুর রহমান রাহেল, আদর মাদকাশক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক নিখিল তালুকদার।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/প্রতিনিধি/এলএ)