ঝালকাঠিতে নদীভাঙন রোধে মানববন্ধন

প্রকাশ | ২৬ নভেম্বর ২০১৭, ১৭:৩৯

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝালকাঠির কেন্দ্রীয় বাস স্ট্যান্ড-টার্মিনাল, মসজিদ, মাদ্রাসা, মৎস ভবন, কৃষি ভবন ও বসতবাড়িসহ অসংখ্য স্থাপনা নদী ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে ভাঙন কবলিত এলাকাবাসী। কর্মসূচি শেষে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী।

রবিবার সকালে ঝালকাঠি বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে সহস্রাধিক এলাকাবাসী। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন পৌর কাউন্সিলর দুলাল হোসেন, ব্যবসায়ী নজরুল ইসলাম, যুবলীগ নেতা জামাল হোসেন মিঠু, ইলিয়াস খান, শফিকুল ইসলাম বাবুল, ফরিদ হোসেন ও রিয়াজ মুন্সি প্রমূখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সদর উপজেলার গুরুধাম ব্রিজ হতে সুতালরী ব্রিজ এলাকার বসতঘর, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বর্তমানে সুগন্ধার তীব্র ভাঙনের মুখে পড়েছে এলাকার ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও বসতবাড়িসহ  অসংখ্য স্থাপনা। ভাঙন ঠেকাতে দ্রত প্রশাসনের পদক্ষেপের দাবি জানান এলাকাবাসী।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/প্রতিনিধি/জেবি)