ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল পিইসি পরীক্ষার্থী

প্রকাশ | ২৭ নভেম্বর ২০১৭, ২০:৫৯

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলপুরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করেন। এতে করে বাল্যবিয়ের ছোবল থেকে এ যাত্রায় বেঁচে গেল সাহিদা খাতুন।

সে কাজিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে রবিবার শেষ হওয়া পিইসি পরীক্ষা দিয়েছে।

জানা যায়, ফুলপুর পৌর সভার কাজিয়াকান্দা  গ্রামের  হারুনুর রশীদের মেয়ে পিইসি পরীক্ষার্থী সাহিদা খাতুনের সাথে তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের গাজিয়াপাড়া গ্রামের রোস্তম আলীর ছেলে আব্দুল মজিদের বিয়ে ঠিক হয়।

খবর পেয়ে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী সোমবার দুপুরে মেয়ের বাড়িতে যান এবং বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সকলকে বুঝিয়ে বন্ধ করেন। ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব বোঝানোর পর তারা তাদের ভুল বুঝতে পারে এবং  কৃতজ্ঞতা প্রকাশ করে সাহিদা খাতুন ও তার অভিভাবকরা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে, তারা মেয়েকে পড়াশোনা করিয়ে স্বাবলম্বী হওয়ার পর আরো ভাল পাত্রের কাছে তাদের মেয়েকে বিয়ে দিবে এবং সাহিদার জন্য সকলের কাছে দোয়া চান।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/প্রতিনিধি/এলএ)