জয়পুরহাটে জনতা ব্যাংক থেকে ৪৫ লাখ টাকা চুরি

প্রকাশ | ২৮ নভেম্বর ২০১৭, ১৭:০০ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৭, ১৭:১২

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

জয়পুরহাট শহরের বাটার মোড় এলাকায় অবস্থিত জনতা ব্যাংকের ক্যাশিয়ারের কক্ষ থেকে অভিনব কায়দায় ৪৫ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

জয়পুরহাট জনতা ব্যাংকের ব্যবস্থাপক শাহ আলম ঢাকাটাইমসকে জানান, ব্যাংকের তিন ক্যাশিয়ার রায়জান আলী জামান, সাইফুল ইসলাম ও মীর মাহবুব হাসান প্রতি কর্মদিবসের মতো আজও ভল্টে  সংরক্ষিত ৪৫ লাখ টাকা স্থানীয় সোনালী ব্যাংকে জমা দিতে ক্যাশ কাউন্টারে একটি ব্যাগে রাখেন। পরে তারা ব্যাংকের কাজে ব্যস্ত হয়ে পড়েন। এই সুযোগে ৩/৪ জন অপরিচিত লোক খোলা দরজা দিয়ে কাউন্টারের ভেতরে ঢুকে টাকাগুলো নিয়ে চলে যায়।

কিছুক্ষণ পর ব্যাংক কর্মকর্তারা সোনালী ব্যাংকে যাওয়ার জন্য টাকাগুলো নিতে গেলে বিষয়টি টের পান। এ ব্যাপারে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ সুপার রশীদুল হাসানসহ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ সুপার রশীদুল হাসান ঢাকাটাইমসকে জানান, সিসি টিভির ফুটেজ দেখে বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/প্রতিনিধি/জেবি)