সোনাগাজীতে ডাকাতদলের সঙ্গে সংঘর্ষে পাঁচ পুলিশ আহত

প্রকাশ | ২৯ নভেম্বর ২০১৭, ১৪:৪৫

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস

ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুরে মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে ডাকাতদলের সংঘর্ষে একজন এসআইসহ পাঁচ পুলিশ আহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, সফরপুর গ্রামে রাত ২টার দিকে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় হানা দেয়। এসময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা গুলি ছোড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে সন্দেহভাজন দুই ডাকাত গুলিবিদ্ধ ও পাঁচ পুলিশ সদস্য আহত হয়।

আহতের মধ্যে পুলিশের এএসআই খলিলুর রহমানসহ অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া করা হচ্ছে। গ্রেপ্তারকৃত গুলিবিদ্ধ সন্দেহভাজন দুই ডাকাত দাগনভূঞা উপজেলার সেকান্তরপুর গ্রামের নুরুল হুদা ও সদর উপজেলার দৌলতপুর গ্রামের নজরুল ইসলামকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের কাছ থেকে দেশীয় এলজি, দুটি কার্তুজ, বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/প্রতিনিধি/জেবি)