বেনাপোলে ৩২ হাজার ডলারসহ যুবক আটক

প্রকাশ | ২৯ নভেম্বর ২০১৭, ১৪:৪৮

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোরের বেনাপোল চেকপোস্ট প্যাসেনজার টার্মিনাল এলাকা থেকে ৩২ হাজার ডলারসহ বাংলাদেশি এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছেন বিজিবি সদস্যরা। বুধবার সকালে তাকে আটক করা হয়।

আটক যাত্রীর নাম আওলাদ হোসেন (৩৫)। তিনি ঢাকার কেরানীগঞ্জের আব্দুল করিমের ছেলে।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, ভারত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচার হয়ে বাংলাদেশে আসছে- এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোল চেকপোস্ট প্যাসেনজার টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে আওলাদ হোসেন নামে এক যাত্রীকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩২ হাজার ডলার জব্দ করা হয়।

আটক যাত্রীকে জিজ্ঞাসা শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/প্রতিনিধি/এলএ)