সিলেটে মাটির নিচে মিলল ৫ গ্রেনেড, ১৯ ম্যাগাজিন

প্রকাশ | ২৯ নভেম্বর ২০১৭, ১৭:১৪

সিলেট প্রতিনিধি, ঢাকাটাইমস

সিলেটের দক্ষিণ সুরমায় একটি মসজিদের নির্মাণ কাজের মাটি খুঁড়তে গিয়ে পাঁচটি গ্রেনেড ও গুলিভর্তি ১৯টি ম্যাগাজিন পেয়েছেন শ্রমিকরা। পুলিশের ধারাণা এগুলো ৭১-এ মুক্তিযুদ্ধের সময়কার।

বুধবার বিকেলে কদমতলী দরিয়া শাহ (র.) মাজার মসজিদ আঙিনায় খননকাজ করার সময় এসব পাওয়া যায়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, মাজার মসজিদটির ভবন ভেঙে নতুন করে নির্মাণ কাজ চলছিল। বেলা ৩ টার দিকে শ্রমিকরা মাটি খোঁড়ার সময় ৫টি গ্রেনেড ও ১৯টি গুলি ভর্তি ম্যাগাজিন দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো হেফাজতে নেয়।

ওসি বলেন, ‘গ্রেনেড ও ম্যাগাজিনগুলোতে মরিচা ধরা। ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময়কালের হয়ে থাকতে পারে।

গ্রেনেড ও গুলিভর্তি ম্যাগাজিন সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় উদ্ধার করা হবে বলেও জানিয়েছেন ওসি খায়রুল।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/প্রতিনিধি/ইএস)