আমাদের আছে ইতিহাসের সেরা খেলোয়াড়: আর্জেন্টিনা কোচ

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০১৭, ১০:১৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

গেল রাতে নির্ধারণ হয়েছে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে কে কার বিপক্ষে খেলবে। গ্রুপ পর্বে লিওনেল মেসির আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়াকে। ড্রয়ের পর এক প্রতিক্রিয়ায় আর্জেন্টাইন কোচ সাম্পাওলি শোনালেন আশার বানী।

‘আমি আর্জেন্টিনার সমর্থকদের একটা কথাই বলতে চাই। আমরা আমাদের আর্জেন্টিনাকে গর্বিত করবো। আমাদের কাছে আছে ইতিহাসের সেরা খেলোয়াড়। এটা প্লাস পয়েন্ট।’ অবশ্য নাইজেরিয়াকে সমীহ করছেন সাম্পাওলি। ‘তাদের (নাইজেরিয়া) নিয়ে আগে থেকে কিছু বলা যায় না। বিপজ্জনক একটা দল।’

এদিকে আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা বলেছেন, ‘এটা অতটা কঠিন গ্রুপ নয়। আর্জেন্টিনাকে উন্নতি করতে হবে। আমরা যেভাবে খারাপ খেলে আসছি, সেটা করা যাবে না।’

গ্রুপ নিয়ে ব্রাজিল কোচ তিতের খুব একটা ভাবনা নেই। তবে দল গোছানোর ক্ষেত্রেই দৃষ্টি দিয়েছেন নেইমারদের গুরু। গ্রুপ পর্বে হট ফেভারিট ব্রাজিলের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া। তিতে বলেছেন ‘গ্রুপ বিন্যাসের চেয়ে নিজেদের গোছানোটা জরুরি। সবসময় দল গোছানোর ব্যাপারটিই আমার মনে রয়েছে। দলের উন্নতির জন্য আমি সবকিছু করবো।’

প্রসঙ্গত, ১৪ জুন থেকে ১৫ জুলাই রাশিয়ায় বসছে ফিফা বিশ্বকাপের ২১তম আসর। ২০০৬ ফিফা বিশ্বকাপের পর প্রথমবারের মতো ইউরোপের মাটিতে অনুষ্ঠিত হবে ফুটবলের এই মহাযজ্ঞ। রাশিয়ার ১১ শহরের ১২টি স্টেডিয়ামে গড়াবে মেসি-নেইমার-রোনালদোদের ফুটবলযুদ্ধ। ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে শিরোপা ফয়সালার মধ্য দিয়ে শেষ হবে বিশ্বকাপ উত্তেজনা।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/জেইউএম)