পাখি শিকারে ইউপি চেয়ারম্যান, যুবক গুলিবিদ্ধ

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৩ | আপডেট: ০২ ডিসেম্বর ২০১৭, ২০:০৫

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

নীলফামারীর জলঢাকায় পাখি শিকারে গিয়ে ইউপি চেয়ারম্যানের গুলিতে এক যুবক আহত হয়েছে। আহত যুবকের নাম দুলাল চন্দ্র রায়। তার বাড়ি উপজেলার গোলনা ইউনিয়নের তালুক গোলনা গ্রামের দলবাড়ি দোলা এলাকায়।

এলাকাবাসী জানায়, শনিবার দুপুরে কাঁঠালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন তার সহযোগীকে নিয়ে পাখি শিকারে যায়। এসময় পাখিকে লক্ষ্য করে গুলি ছুড়লে ধানক্ষেতে কর্মরত ওই যুবকের চোখে গুলি লাগে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত দুলালের বাবা যতীন্দ্র নাথ রায় বলেন, ‘আমার ছেলে ধানক্ষেতে কাজ করছিল। এসময় চেয়ারম্যানের গুলিতে আমার ছেলের বাম চোখ মারাত্মক জখম হয়।’

তবে অভিযুক্ত চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন গুলির বিষয়টি অস্বীকার করেছেন।

জলঢাকা থানার এসআই আসলাম বলেন, কাঁঠালী ইউপি চেয়ারম্যান তুহিনের গুলিতেই ওই যুবক আহত হয়েছে। আহত ব্যক্তিকে নিয়ে চেয়ারম্যান নিজেই হাসপাতালে নিয়ে যান বলে এলাকাবাসী জানিয়েছে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/জেডএ)