ফিলিং স্টেশনের কর্মকর্তাকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৬ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৭, ১৪:৫৩

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

গাজীপুরের শ্রীপুরে সিএনজি ফিলিং স্টেশনের এক কর্মকর্তাকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রবিবার সকাল সাড়ে নয়টায় উপজেলার মাওনা চৌরাস্তায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

আহতের নাম নিয়ামত আলী। তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গিলারচালা এলাকার হাজি মফিজউদ্দিন সিএনজি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক। তাকে গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিয়ামতের ডান হাতের রগ কেটে গেছে।

হাজি মফিজউদ্দিন সিএনজি পাম্পের মালিক প্রকৌশলী তাজুল ইসলাম জানান, নগদ ১০ লাখ টাকা ও আঠার লাখ টাকার দুইটি পে-অর্ডার নিয়ে মাওনায় ব্যাংকে যাচ্ছিলেন নিয়ামত। পাম্পের সামনেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি। এসময় মোটরসাইকেল যোগে দুই যুবক এসে তার হাতে চাপাতি দিয়ে কোপ দিয়ে টাকার ব্যাগ নিয়ে চলে যায়।

মাওনা চৌরাস্তার একে মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, আহত নিয়ামতের ডান হাতের রগ কেটে। উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক জামিল রাশেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যবস্থা নেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/জেডএ)