রংপুরে ভোটযুদ্ধে ২৮৩ জন, প্রতীক বরাদ্দ কাল

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০১৭, ১৮:৫০

রংপুর ব্যুরো প্রধান, ঢাকাটাইমস

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সাধারণ কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এ নিয়ে সিটি নির্বাচনে মেয়র পদে সাতজনসহ মোট ২৮৩ জন প্রার্থী ভোটের মাঠে লড়বেন। আগামীকাল সোমবার সকাল আটটা থেকে তাদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।

রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস জানিয়েছেন, প্রত্যাহারের তালিকায় আছেন, ৮ নম্বর ওয়ার্ডের মোসলেম উদ্দিন, ২৭ নম্বর ওয়ার্ডের মো. শাকিল, ১৮ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলাম, ২৬ নম্বর ওয়ার্ডের শেখ শাহ আলম, ৬ নম্বর ওয়ার্ডের আব্দুস সামাদ, ২৩ নম্বর ওয়ার্ডের সফিকুল ইসলাম, ৩২ নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ আল মামুন, ২১ নম্বর ওয়ার্ডের শরিফুল ইসলাম, ১৮ নম্বর ওয়ার্ডের আশরাফ আলী কিরণ এবং ২১ নম্বর ওয়ার্ডের মোহসিন আলম।

মেয়র পদে লাড়বেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টু, বিএনপির শিল্পপতি কাওসার জামান বাবলা, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির চেয়ারম্যানের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলাম মোস্তফাসহ সাতজন প্রার্থী।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, নির্বাচনে অধীক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানো এবং একটি কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ইভিএম চালুর কথা ভাবছে কমিশন। এই নির্বাচনে ৩৩টি ওয়ার্ডে ১৯৩টি কেন্দ্র্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা রক্ষায় নগরীতে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/আরআই/জেবি)