পাকুন্দিয়ায় শেখ মণির ৭৮তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৮

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

পাকুন্দিয়ায় যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিব বাহিনীর অধিনায়ক শেখ ফজলুল হক মণির ৭৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছ।

এ উপলক্ষ্যে আজ সোমবার পাকুন্দিয়া পৌর যুবলীগের উদ্যোগে এ উপলক্ষে শোভাযাত্রা ও কেককাটা হয়।

বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। এটি পৌরসদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাজসেবা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

এসময় জেলা যুবলীগ নেতা ও পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি মো. ফরিদ উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাবেক ভিপি মো. হেলাল উদ্দিন, পৌরযুবলীগের আহ্বায়ক নাজমুল হক দেওয়ান, যুগ্মআহ্বায়ক মো. রুবেল মিয়া, উপজেলা শ্রমিকলীগের সহসাধারণ সম্পাদক মো. মোকলেছ মিয়া, চরফরাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.আবদুল্লাহ, হোসেন্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মো.তুহিন মিয়া প্রমুখসহ উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/প্রতিনিধি/ ইএস)