ইসরায়েলের তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়া

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০১৭, ১৪:৫৮

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ইসরায়েলের তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়ার সামরিক বাহিনী। রাজধানী দামেস্কের উপকণ্ঠে সিরিয়ার একটি লক্ষ্যবস্তুতে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইসরায়েল। এক বিবৃতির মাধ্যমে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ কথা জানিয়েছে।

গত কয়েক বছর ধরে মাঝেমধ্যেই ইসরায়েলি সেনারা সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

দামেস্ক সরকার বলছে, সিরিয়ায় তৎপর বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে সিরীয় সেনাদের ওপর এসব হামলা চালাচ্ছে ইসরায়েল।

বিভিন্ন অভিযানে সিরিয়ার সেনারা সন্ত্রাসীদের কাছ থেকে ইসরায়েলি অস্ত্র উদ্ধার করেছে। এছাড়া, সিরিয়া সেনাদের সঙ্গে লড়াইয়ে আহত সন্ত্রাসীদেরকে ইসরায়েলের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে যার সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আহত সন্ত্রাসীদেরকে দেখতে হাসাপাতালেও গেছেন।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এসআই)