ঢাকার সাকিবময় এক ম্যাচ

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৭, ১৮:৫৫ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৭, ১৮:৫৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে থেকে লিগ পর্ব শেষ করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। বুধবার ছিল তাদের লিগ পর্বের শেষ ম্যাচ। রংপুর রাইডার্সের বিপক্ষে এই ম্যাচটিতে ৪৩ রানের জয় পেয়েছে তারা।

এই ম্যাচে ব্যাটিং ও বোলিংয়ে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ৩৩ বল খেলে ৪৭ রান করে অপরাজিত ছিলেন তিনি। দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান তিনি। বল হাতে তিনি চার ওভার বল করে ১৩ রান দিয়ে দুইটি উইকেট নেন।

আগামী ৮ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস। এই ম্যাচে যারা জিতবে তারা সরাসরি ফাইনালে উঠে যাবে। আর যারা হারবে তারা ফাইনালে উঠার লড়াইয়ে এলিমিনেটর ম্যাচে জয়ী দলের মুখোমুখি হবে। আগামী শুক্রবার দুপুর দুইটায় এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খুলনা টাইটান্স।

(ঢাকাটাইমস/৬ ডিসেম্বর/এসইউএল)