মাগুরা মুক্ত দিবসে মোমবাতি প্রজ্জ্বলন

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৭, ২১:০৫

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস

মাগুরা মুক্ত দিবস উপলক্ষে ৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে ব্লাক আউট কর্মসূচি পালন করেছে মাগুরাবাসী।

১৯৭১ সালের ৭ ডিসেম্বর পাক হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের সাড়াশি আক্রমণের মুখে মাগুরা থেকে পালিয়ে যায়। মুক্তিযোদ্ধারা শত্রুমুক্ত এ দিনটিতে মাগুরার প্রশাসনিক দায়িত্বভার গ্রহণ করে।

দিবসটি পালন উপলক্ষে মাগুরার সর্বস্তরের মানুষ সন্ধ্যায় রাস্তায় নেমে আসে। সন্ধ্যা ৬টায় বিদ্যুৎবিহীন অন্ধকারে মোমবাতি হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে শহরজুড়ে বিজয় আনন্দ উদযাপন করে। এসময় পুরো শহর মোমবাতির আলোয় ঝলমল করতে থাকে।

সম্মিলিত মাগুরাবাসীর আয়োজনে শহরের চৌরঙ্গী মোড়ে জাতীয় সংসদের সংরক্ষিত সংসদ সদস্য কামরুল লায়লা জলি মোমবাতি জ্বালিয়ে ব্লাক আউট কর্মসূচি শুরু করেন।

(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)