পাকুন্দিয়ায় রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সম্মাননা

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০১৭, ১৭:০০ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৭, ১৭:০৩

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রোকেয়া দিবস উপলক্ষ্যে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা দেয়া হয়েছে।

রোকেয়া দিবস উপলক্ষ্যে আজ শনিবার উপজেলা পরিষদ মিলনায়তন সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তৃতা রাখেন, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান মোছা.শামছুন্নাহার আপেল, সাবেক ভাইসচেয়ারম্যান জাহানারা খাতুন, প্রেসক্লাব সভাপতি এমএ রশীদ ভূঁইয়া ও মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী মো. শাহ আলম প্রমুখ। 

আলোচনা সভা শেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় মোছা. চামেলি আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মোছা. মাজেদা আক্তার, সফল নারী জননী নাজমা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় মোছা. রোজিনা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় শামছুন্নাহার বেগমকে জয়িতা হিসেবে পুরস্কার প্রদান করা হয়। 

এছাড়াও এসময় বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)