নারায়ণগঞ্জে ব্যাংকে আগুন, নিরাপত্তা কর্মী নিহত

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৭, ০৮:১৩ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৭, ১২:২৮

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জে থানা পুকুরপাড় মসজিদ মার্কেট এলাকার ইউসিবি ব্যাংক ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে ব্যাংকের এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। আগুন নেভাতে গিয়ে ছাদ থেকে পড়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন। তবে ব্যাংকটির ভল্টের কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।

রবিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৫টায় আল জয়নাল প্লাজার বিপরীতে ইউসিবি ব্যাংক ভবনে এ আগুন লাগে। আগুনের ঘটনায় ভবনে থাকা বাসিন্দারা ১০ তলার ছাদে আশ্রয় নেন।
সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ব্যাংকের সিকিউরিটি গার্ড সেলিম (৫০) আগুনে নিহত হয়েছেন, তার লাশ উদ্ধার করা হয়েছে। 

মন্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ারম্যান কামাল হোসেন জানান, আগুনের খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিটসহ ঢাকার কয়েকটি ইউনিটও আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)