ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৭, ১২:৪৩

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ধীরগতিতে চলছে যানবাহন। মহাসড়কে গাড়ি বিকল হয়ে যাওয়ায় এ যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীসহ সাধারণ মানুষ।

হাইওয়ে পুলিশ জানায়, বৃষ্টিপাত ও সড়কের বিভিন্ন স্থানে পানি জমে যাওয়ায় রবিবার ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর ও কালিয়াকৈর এলাকার বেশ কয়েকটি স্থানে গাড়ি বিকল হয়ে যায়। এতে এ মহাসড়কে যানজটের সূত্রপাত হয়। ফলে টাঙ্গাইলের মির্জাপুর থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে দেখা দিয়েছে যানজট।

যানজটের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী যানবাহন চলছে ধীরগতিতে। ফলে দুর্ভোগে নাকাল হচ্ছেন হাজার হাজার যাত্রী। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)