ঝিনাইদহে জাতীয় ভ্যাট দিবস পালিত

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৭, ১৩:১১

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

“ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন” এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় ভ্যাট দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকালে ঝিনাইদহ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকির হোসেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, ঝিনাইদহ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা রোখসানা খাতুন, রাজস্ব কর্মকর্তা গোলাম ফারুক, হুমায়ুন কবির বসুনিয়া, সহ-রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন, বিবেকানন্দ সাহা, সেলিম মিয়া, উম্মে সালমা প্রমুখ বক্তব্য রাখেন।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)