গাজীপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালন

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৭, ১৪:১৯

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

নানা কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরে ৬৯তম বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন গাজীপুর মহানগর ও জেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালির উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

বাংলাদেশ মানবাধিকার কমিশন গাজীপুর মহানগর শাখার সভাপতি শিল্পপতি মো. সোহরাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় র‌্যালিতে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খ.ম কবিরুল ইসলাম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারজানা মান্নান,  সংগঠনের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সুলতান উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক অধ্যাপক এমইএইচ আরিফ, মানবাতাবাদী মো. জাহাঙ্গীর হোসেন, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, গোলাম মোস্তফা, আব্দুল মালেক, অলিদুর রহমান অলি প্রমুখ। এ ছাড়া ব্র্যাক, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা) গাজীপুরে পৃথক কর্মসূচি পালন করে।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)