ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৭, ১৩:২৭ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৭, ১৩:৩০

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস

সিলেটের ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিরূপণ করা যায়নি।  

সোমবার সকালে ফেঞ্চুগঞ্জ পালবাড়ি এলাকার ২৩০ কেভি সাব স্টেশনে এ আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক এবিএম ফেরদৌস।

ফেরদৌস জানান, বেলা ১১টার দিকে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কী কারণে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই সাব স্টেশন থেকে হবিগঞ্জের বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে বিদ্যু সরবরাহ করা হয়।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এমএ/জেবি)