ভারতের মাটিতে ২০২৩ বিশ্বকাপ

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৭, ১৩:৩৩ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৭, ১৩:৫৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

২০১১ সালের পর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতের মাটিতে। ২০২১ সালের চ্যাম্পিয়নস ট্রফির আসরও বসবে কোহলি-ধোনির দেশে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) স্পেশাল জেনারেল মিটিংয়ে এ ব্যাপারে অফিসিয়ালি ঘোষণা করা হয়। 

২০১১ সালে ঘরের মাটিতে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল ভারত। ২০১৯ সালে বিশ্বকাপের আসর বসবে ইংল্যান্ডে। এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০১৯-২০ ক্যালেন্ডারে আফগানিস্তানের সঙ্গে ঘরের মাটিতে একটি টেস্ট খেলবে ভারত। যুদ্ধবিধ্বস্ত আফগানরা পাবে প্রথম পাঁচদিনের ম্যাচের স্বাদ।

ভারতীয় বোর্ডের কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরী জানিয়েছেন, ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত হয়েছে আফগানদের টেস্ট অভিষেক হবে ভারতের বিরুদ্ধে। তবে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যে কোনোভাবেই রাজি নয় ভারত, তাও বার্ষিক সাধারণ সভায় জানিয়ে দেওয়া হয়েছে। 

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/জেইউএম)