সাকিবের আফসোস গেইলের ক্যাচ

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৭, ০৭:৫৫

ক্রীড়া প্রতিবেদক,ঢাকাটাইমস

ফাইনাল হেরে কিছুটা মন খারাপ ছিল সাকিবের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসলেন বিবর্ণ মুখ নিয়ে। হার জিত তো থাকবেই, তাই বলে এভাবে হারতে হবে ফাইনালের মতো বড় ম্যাচে? সাকিব সঙ্গতকারণে হতাশ।

কী কারণে এমন হার?ক্রিস গেইলের ক্যাচ ড্রপকেই এক নম্বর কারণ মনে করছে ঢাকা ডায়নামাইটস অধিনায়ক। ২২ রানের মাথায় গেইলের ক্যাচটি ছেড়েছিলেন সাকিব নিজে। তাই দোষ নিজের উপরই চাপিয়েছেন তিনি।

সাকিব বলেন,‘আমার ক্যাচ মিসটা গুরুত্বপূর্ণ ছিল।ওই সময় গেইল আউট হলে এত বড় স্কোর হতো না। হয়তো ১৪০-১৪৫ রান হতো। তখন এই উইকেটে এটা চেজ করা যেত।’

নিজেদের বোলিং নিয়েও আফসোস আছে সাকিবের। বললেন,‘আমরা বোলিংটা ওভাবে ভালো করতে পারি নাই। গেইলের ক্ষেত্রে মনে হয় আমরা ভালো জায়গায় যথেষ্ট বল করতে পারি নাই। হয়তো বা আরও এক দুইটা সুযোগ পেলে কিছু করতে পারতাম। কিন্ত সুযোগটা আর আসে নাই।’

প্রথম স্পেলে নিজে ভালোই বোলিং করেছিলেন সাকিব। প্রথম দুই ওভারে দিয়েছিলেন ৭ রান। কিন্তু গেইলের তাণ্ডবের সময়ে বল করতে আসেননি। অবশ্য শেষ ওভার বল করতে এসে গেইলের কাছে তিন ছক্কার মার খেতে হয়। শেষমেশ ৪ ওভারের কোটা পূরণ করেননি সাকিব। এর ব্যাখ্যা এভাবে দিয়েছেন তিনি,‘গেইল আউট হলে অবশ্যই বল করতে পারতাম। গেইল যতক্ষণ ছিল ওই সময় আমার বল করা কঠিন। যেহেতু বাঁহাতি স্পিনার আমি, ওর অন্য খুব সহজ। সেজন্য শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, যেটা আমার করতেই হতো।’

 (ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/ডিএইচ)