ফরিদপুরে আ.লীগ নেতার পিতার ইন্তেকাল

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৩

ফরিদপুর প্রতিনিধি
ঢাকাটাইমস

ফরিদপুর জেলা সদরের কৈজুরী ইউনিয়নের হাড়োকান্দি গ্রামের বাসিন্দা দৈনিক বাঙ্গালী খবর পত্রিকার প্রকাশক কোতয়ালি থানা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মো. বিল্লাল হোসেনের পিতা হাজী মো. ইসামদ্দিন শেখ (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ...রাজিউন। তিনি বুধবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে মারা যান।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

ইসামদ্দিন শেখ মৃত্যুকালে চার পুত্র, দুই কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

দুপুর আড়াইটায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)