ঠাকুরগাঁওয়ে বাস উল্টে আহত ৫

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৭, ১৭:১৪ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৭, ১৭:১৬

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস

ঠাকুরগাঁও-রুহিয়া সড়কে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস উল্টে ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার সকাল সোয়া ৭ টায় ঢোলারহাটের উত্তর বোয়ালিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, পঞ্চগড়ের আটোয়ারী থেকে ছেড়ে আসা -দিনাজপুরগামী হক এন্টার প্রাইজের (ঢাকা মেট্রো-জ-১১-০০৪৪) নামে একটি গেটলক বাস প্রতিদিনের দিনাজপুর অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে রুহিয়া ত্যাগ করার ১৫ মিনিটের মাথায় বাসটি ঢোলারহাটের উত্তর বোয়ালিয়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সার বোঝাই একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি  বাসটি ছিটকে রাস্তার পূর্ব পাশে গিয়ে উল্টে যায়। এ সময় বাসে থাকা যাত্রীদের মধ্যে ৫ জন আহত হয়। ঘটনার পরপরই ট্রাক নিয়ে চালক পালিয়ে যান। 
খবর পেয়ে রুহিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)