প্রাথমিক বিদ্যালয় দপ্তরিদের চাকরি কেন রাজস্ব খাতে নয়

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৭, ২০:০১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদে অস্থায়ী ভিত্তিতে কর্মরত ১৮৫ জনের চাকরি কেন রাজস্ব খাতে স্থানান্তরের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

হাইকোর্টের পৃথক দুটি বেঞ্চ দুটি রিট আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার এ রুল জারি করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ঢাকার সূত্রাপুরের লালচান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. মজিবুর রহমানসহ ১৫৫ জন এবং বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ পিরোজপুরের অনুতোষ দাস, রাব্বী তালুকদারসহ ৩০ জনের বিষয়ে রুল জারি করেন।

রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী ছিলেন ইউসুফ হোসেন হুমায়ুন, মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া, নাসিরউদ্দিন খান স¤্রাট।

সরকার ২০১২ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী নিয়োগের জন্য নীতিমালা তৈরি করে। এরপর সারা দেশে ৩৬ হাজার ৯৮৮টি পদ সৃষ্টির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। সংশ্লিষ্টদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হয়। এ অবস্থায় রাজস্ব খাতে স্থানান্তর চেয়ে সংশ্লিষ্টরা রিট আবেদন করেন।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/এমএবি/মোআ)