ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব নেই, তাদের রাজধানীও থাকতে পারে না

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৭, ১২:২৪ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৭, ১২:৩১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যে স্বীকৃতি দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সেইসঙ্গে হামাস বলেছে, ইসরায়েল নামে কোনো রাষ্ট্রের অস্তিত্ব নেই। ফলে এর কোনো রাজধানী থাকতে পারে না।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা শহরে হামাস প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালে সংগঠনটির প্রধান ইসমাইল হানিয়া তার সমর্থকদের সামনে বক্তব্য রাখেন। ফিলিস্তিনি জনগণের অধিকার জিইয়ে রাখতে হামাস সদস্যরা যে ত্যাগ স্বীকার করেছে তার প্রশংসা করেন তিনি।

তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ বিশেষ করে জেরুজালেম শহরকে সুরক্ষা দিতে হামাস সৃষ্টি করা হয়েছিল। হানিয়া আরো বলেন, বিশ্বের সব মুক্তিকামী মানুষ ফিলিস্তিনি জাতির অধিকারের পাশাপাশি জেরুজালেমের প্রতি সমর্থন জানিয়েছে।

হামাসের এ শীর্ষস্থানীয় নেতা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের নতুন ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার জন্য ফিলিস্তিনিদের প্রশংসা করে বলেন, জেরুজালেম বিষয়ে মার্কিন ষড়যন্ত্র মোকাবেলায় বিশ্বব্যাপী যে ঐক্য দেখা যাচ্ছে তা ফিলিস্তিনি জাতির জন্য একটি বিরাট বিজয়।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এসআই)