ইয়েমেনে ক্ষেপণাস্ত্র সরবরাহের মার্কিন দাবি প্রত্যাখ্যান ইরানের

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৭, ১৩:১১ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৭, ১৪:৩৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন বলেছে, ইয়েমেন থেকে সৌদি আরবে ছোড়া ক্ষেপণাস্ত্র সম্পর্কে তেহরানকে জড়িয়ে যুক্তরাষ্ট্র যে অভিযোগ করেছে তা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন, ধ্বংসাত্মক এবং উসকানিমূলক। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানি মিশন এ কথা বলেছে।

গতকাল বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, গত মাসে ইয়েমেন থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে যে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে তা ইরান সরবরাহ করেছে।

নিকি হ্যালির এ বক্তব্য সম্পর্কে জাতিসংঘে ইরানি মিশন সুস্পষ্ট করে বলেছে, মার্কিন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ধারণা প্রসূত প্রমাণ এর আগের অন্যসব বানোয়াট অভিযোগের মতোই।’

ইরানি মিশন আরো বলেছে, ‘মার্কিন সহযোগিতায় সৌদি আরব ইয়েমেনে যে যুদ্ধাপরাধ করে চলেছে তা ঢাকার জন্য এবং ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন থেকে আন্তর্জাতিক ও আঞ্চলিক মনোযোগ ভিন্ন দিকে নেয়ার লক্ষ্যে তেহরানের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে।’

গত ৪ নভেম্বর ইয়েমেন থেকে সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

এ সম্পর্কে বৃহস্পতিবার ওয়াশিংটনের একটি সামরিক ঘাঁটিতে নিকি হ্যালি বলেন, সৌদি আরব থেকে ক্ষেপণাস্ত্রের একটি টুকরা উদ্ধার করা হয়েছে এবং তিনি সে টুকরাটি প্রমাণ হিসেবে তুলে ধরে দাবি করেন, ‘এ প্রমাণ কোনোভাবেই ইরান অস্বীকার করতে পারবে না।’

নিকি হ্যালি আরো দাবি করেন, এ ক্ষেপণাস্ত্র ইরান থেকে হুতি গেরিলাদের কাছে পাঠানো হয়েছে। 

মার্কিন দূতের এসব বক্তব্যের আগে গত মাসে জাতিসংঘ প্রতিষ্ঠিত একটি তদন্ত প্যানেল জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র যে ইরান সরবরাহ করেছে- এমন প্রমাণ পাওয়া যায়নি।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এসআই)