শারজায় তামিম ঝড়

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৭, ০৮:৩৩ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৭, ১২:১৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

নতুন ফরম্যাট টি-টেন। ইতোমধ্যে হৈচৈ ফেলে দিয়েছে ক্রিকেট অঙ্গনে। আর আমিরাতে চলছে চার-ছক্কার এই জমজমাট আসর। খেলছেন দুই বাংলাদেশি-তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। গেল রাতে শারজাহ ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়ামে তামিম ঝড় দেখল ক্রিকেটপ্রেমীরা।

টি-টেনের প্রথম ম্যাচটা খেলা হয়নি তামিমের। দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই আলো ছড়ান এই টাইগার তারকা। টিম শ্রীলঙ্কার বিপক্ষে পাখতুনসের হয়ে করেছেন ২৭ বলে অপরাজিত ৫৬ রান। ৫ চার ও ৪ ছয়ে এমন ঝকঝকে ইনিংসটি সাজিয়েছেন তামিম। তার স্ট্রাইক রেট ২০৭.৪০।

তামিমের দিনে জিতল তার দলও। নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে ১১১ রান সংগ্রহ করে পাখতুনস। জবাবে ৭ উইকেটে ৮৪ রানেই থেমে যায় টিম শ্রীলঙ্কা। এ নিয়ে টানা দুই জয় ঘরে তুলল তামিম ইকবালের দল পাখতুনস। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন এই টাইগার ড্যাশিং ওপেনার।

এদিকে নিজের দ্বিতীয় ম্যাচে মোটেও ভালো করতে পারেননি সাকিব আল হাসান। ব্যাট হাতে ৬ বলে করেছেন ৭ রান। আর বল হাতে ১ ওভারে ১৪ রান খরচায় উইকেটশূন্য সাকিব। পাঞ্জাবি লিজেন্ডসের কাছে হেরেছে তার দল কেরালা কিংসও।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/জেইউএম)