জাতীয় স্মৃ‌তিসৌধে শহীদদের প্র‌তি খালেদার শ্রদ্ধা

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৭, ১২:৪২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃ‌তিসৌ‌ধে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নিহতদের প্র‌তি শ্রদ্ধা জানিয়েছেন বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়া।

শ‌নিবার সকাল সাড়ে ১১টার দিকে স্মৃ‌তিসৌ‌ধে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যা‌রিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলটির অঙ্গ ও সহ‌যোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল নয়টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। বেলা সাড়ে ১১টার দিকে স্মৃতিসৌধে পৌঁছার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অপর্ণ করেন।

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও সূরা ফাতিহা পাঠ করবেন খালেদা জিয়া।

ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/আইআই/বিইউ/এমআর