শ্রীপুরে লেখক পল্লী ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৭, ১৭:৫০ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৭

ফয়সাল আহমেদ, শ্রীপুর থেকে

গাজীপুরের শ্রীপুরের বদনী ভাংগা গ্রামে লেখক পল্লী ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১২টায় কবি অনিকেত শামীমের সভাপতিত্বে এটি স্থাপন করে প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর এম.পি।

শিহাব শাহরিয়ার ও কুতুব হিলালীর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি সংসদ সদস্য কবি কাজী রোজী, বীর মুক্তিযোদ্ধা নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ প্রমুখ।

লেখক পল্লী ফাউন্ডেশনের সভাপতি কবি অনিকেত শামীম বলেন, সরকারি বন্দোবস্ত প্রাপ্ত প্রায় ৩৪একর জমির উপর লেখক পল্লী ফাউন্ডেশনের কাজ শুরু হবে। এখানে কবিদের বাসস্থান নির্মাণ, সংগ্রহ শালা, ক্রিয়েটিভ স্কুল তৈরি করে এলাকার ছেলে মেয়েদের গান, নাচ ও বিভিন্ন ধরনের লেখা শেখানো হবে। দেশে বিভিন্ন প্রান্ত থেকে তরুণ লেখকদের এনে থাকা খাওয়ার ব্যবস্থা করে ১৫দিনের একটি কোর্সের ব্যবস্থা করবে লেখক পল্লী ফাউন্ডেশন।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)