অটোরিকশা খাদে পড়ে আট মুক্তিযোদ্ধা আহত

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৭, ২০:২৪

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস

কুড়িগ্রামের উলিপুরে বিজয় দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে অটোরিকশা খাদে পড়ে আট মুক্তিযোদ্ধাসহ নয়জন আহত হয়েছেন।

আজ শনিবার সকালে দুর্গাপুরের বেইলিব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহত মুক্তিযোদ্ধারা হলেন- দুর্গাপুর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মশিউর রহমান (৬২), আব্দুল জব্বার (৬৮), আলহাজ¦ রোস্তম আলী (৭০), সাইফুর রহমান বকসী (৬৪), ওসমান গণি (৬৫), আবু ইউসুফ সরকার (৭০), আব্দুস সাত্তার(৬৭), আব্দুর রহিম (৫৫) এবং অটোচালক আব্দুর রশীদ (২৭)। এদের মধ্যে এক মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সরকারকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার সকালে উলিপুরের পাচপীর মুক্তিযোদ্ধা সংসদে জাতীয় পতাকা উত্তোলনের পর অটোরিকশাযোগে উলিপুরের বিজয় দিবসের অনুষ্ঠানে যাচ্ছিলেন তারা। পথে বেইলিব্রিজের পাশে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে তারা আহত হন। 

কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাহিনুর রহমান জানান, গুরুতর আহত একজনকে রংপুরে পাঠানো হয়েছে এবং পাঁচজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আল সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/প্রতিনিধি/ ইএস)