গাজীপুরে কারখানায় দগ্ধ শ্রমিক দম্পতির মৃত্যু

প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০১৭, ১৩:৩২ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৭, ১৩:৪০

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকায় কসমেটিক কারখানায় আগুনের ঘটনায় দগ্ধ শ্রমিক দম্পতির মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে জানিয়েছে পুলিশ।

কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম ঢাকাটাইমসকে জানান, রবিবার  দিনগত রাত সাড়ে ৩টার দিকে এসএফ কসমেটিক কারখানার শ্রমিক নাজনীন বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে রবিবার ভোরে নাজনীনের স্বামী আব্দুর রহিমের মৃত্যু হয়। এছাড়া গত মঙ্গলবারের অগ্নিকাণ্ডের পরদিন বুধবার সকালে অগ্নিদগ্ধ শেফালি বেগম মারা যান। এ নিয়ে ওই কারাখানাটির অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে।

ওসি আরও জানান, উপজেলার জামালপুর এলাকায় গত মঙ্গলবার বিকালে এফএস কসমেটিক্স লিমিটেড কারখানায় লাগা আগুনে কারখানার ব্যবস্থাপক জাকির হোসেন, মোসা. নাজনীন বেগম, তার স্বামী আব্দুর রহিম, শেফালী বেগম, শিল্পী রাণী, লিটন মিয়া ও সুমন মিয়াসহ অন্তত ১০ শ্রমিক দগ্ধ হন। পরে তাদের ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়।

এর আগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর ও জয়দেবপুর স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)