সিংড়া থানার শ্রেষ্ঠ কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম

প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০১৭, ১৩:৫০

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস

‘চেষ্টা আছে যার, সেরা মুকুট তার’ ভালো কাজে আগ্রহ সৃষ্টি এবং চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলাকে মাদক ও অপরাধমুক্ত করতে নাটোরের সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম এক ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি প্রতি মাসেই তার থানার একজনকে শ্রেষ্ঠ মনোনীত করে পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন।

রবিবার রাত ৯টায় থানার অফিসার্স হলরুমে মাসিক শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

অনুষ্ঠানে নভেম্বর/১৭ মাসে সর্বোচ্চ গ্রেপ্তার ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সিংড়া থানার শ্রেষ্ঠ অফিসার এসআই সাজ্জাদুল ইসলামকে মনোনীত করে তার হাতে মাসিক বেস্ট অফিসারের ক্রেস্ট তুলে দেয়া হয়।

সিংড়া থানার তদন্ত পুলিশ পরিদর্শক নেয়ামুল আলম, এসআই খাইরুজ্জামান, আব্দুল হান্নানসহ অন্যান্য অফিসাররা এসময় উপস্থিত ছিলেন।

সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, জেলার সর্বোবৃহৎ উপজেলা সিংড়া। সিংড়া উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত এবং সবার মধ্যে কাজের আগ্রহ সৃষ্টির লক্ষেই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)