নারায়ণগঞ্জে প্রতারণা চক্রের চার সদস্য আটক

প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০১৭, ২০:৪০

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে বহুমুখী প্রতারণা চক্রের চার সদস্যকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ উগ্রবাদী লিফলেট, নকল ইয়াবা ও ফেন্সিডিল তৈরির সরঞ্জাম।

সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‍্যাব-১১।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ এর এএসপি শাকিল আহমেদ জানান, কামরুল ইসলাম নামে এক ব্যক্তির তথ্যে র‍্যাব অনুসন্ধান চালিয়ে দেখে অভিযোগ সাজানো। পরে খোঁজ-খবর নিয়ে জানা যায়- এরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। 

তিনি জানান, রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে ফতুল্লার বিভিন্ন এলাকা থেকে এই চারজনকে আটক করা হয়।

আটকরা হচ্ছেন- বরিশালের কলাপাড়া এলাকার কামরুল ইসলাম রুবেল, কিশোরগঞ্জ সদরের আল আমিন, মাদারীপুরের কালকিনি এলাকার রুবেল হাওলাদার, কুমিল্লার দাউদকান্দি এলাকার মোতালেব হোসেন।

তারা বিভিন্ন মসজিদে এসব লিফলেট ও মাদক রেখে ইমাম মুয়াজ্জিনকে জড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে অবৈধভাবে অর্থনৈতিক লাভবান হতে পাঁয়তারা করছিল। সে লক্ষ্যে একটি মসজিদে এসব লিফলেট লুকায় তারা। একই সাথে তারা জঙ্গি সংক্রান্ত লিফলেট তৈরি করে বিভিন্ন মসজিদে রেখে সমাজে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছিল বলে জানান র‍্যাবের এএসপি।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)