গাজীপুরে তিন কারখানাকে জরিমানা

প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০১৭, ২২:৫৪

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

পরিবেশ দূষণের দায়ে গাজীপুরে ৩টি কারখানাকে ১৮ লাখ ৮৫ হাজার ৫৮ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড অ্যানফোর্সমেন্ট উইং। সোমবার পরিবেশ অধিদপ্তরে শুনানি শেষে এ জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরে শুনানি শুরু হয়। ওইসব কারখানার দূষিত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি নির্গমন করে পরিবেশের ক্ষতিসাধন করে আসছে। এছাড়া পরিবেশগত ছাড়াপত্র ছাড়া জেনারেটর স্থাপন ও কারখানা পরিচালনার দায়ে এ জরিমানা করা হয়।

কারখানাগুলোর মধ্যে অবস্থিত মেগা ইয়ার্ণ ডাইংকে ২ লাখ টাকা, আইরিশ ফেব্রিকস লিমিটেডকে ৮ লাখ ৫২ হাজার ৮০০ টাকা এবং আসিফ অ্যাপারেলস লিমিটেডকে ৮ লাখ ৩২ হাজার ২৫৮ টাকা জরিমানা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)