হাইকোর্টের সামনে থেকে ১২ জন আটক

প্রকাশ | ১৯ ডিসেম্বর ২০১৭, ২০:৫১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাইকোর্টে হাজিরা দেয়া সামনে রেখে শোডাউনে চেষ্টা সন্দেহে রাজধানীর হাইকোর্টের সামনে থেকে ১২ জনকে আটক করেছে শাহবাগ থানার পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়। তাদের সম্পর্কে যাচাই-বাছাই করা হচ্ছে বলে কারও নাম প্রকাশ করেনি পুলিশ।

শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মোফাখখারুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার দুপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার শুনানি ছিল। ওই সময় হাইকোর্ট এলাকায় কিছু ব্যক্তি শোডাউন ও নাশকতামূলক কাজে অংশ নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ওই এলাকা থেকে ১২ জনকে আটক করে। তাদের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাসহ দুই মামলায় হাজিরা দিতে খালেদা জিয়া আজ বকশীবাজারের বিশেষ আদালতে হাজির হন।  আজ এই মামলায় রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।    

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/এএ/মোআ)