আন্তঃজেলা গাড়ি চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

প্রকাশ | ২১ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৯

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

আন্তঃজেলা গাড়ি চোর চক্রের দুই সদস্যকে হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে চোরাইকৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ভোরে হবিগঞ্জ জেলার বাহুবল থানার দ্বীগর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয।
দুপুরে নারায়ণগঞ্জ জেলা ডিবি কার্যালয়ে অফিসে আসামি নিয়ে হাজির হন মামলার তদন্ত কর্মকতা।
গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জ মাদমপুর থানার পাটুলী এলাকার মিল্লাত হোসেনের ছেলে ইমন ও একই জেলার শায়েস্থাগঞ্জ থানার কদমতলী এলাকার আজিজ মিয়া ওরফে লুহাতের ছেলে জিল্লুর রহমান ওরফে দীলু।

নারায়ণগঞ্জ ডিবি পুলিশের এসআই মো. আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার ভোরে হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকা থেকে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সদস্য ইমন ও জিল্লুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া ঢাকা মেট্রো গ -১৪-৪৭৫৫নাম্বারের একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
গত ১৯ নভেম্বর বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ৩০০ ফিট রাস্তার পাশে নীলা মাকের্টের সামনে থেকে ডা. খন্দকার তানভীর হোসেনের ব্যবহৃত ঢাকা মেট্রো গ -১৪-৪৭৫৫ নাম্বারের প্রাইভেটকার চুরি হয়। তানভীর বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)