জঙ্গিবাদকে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া হবে না: ডিএমপি কমিশনার

প্রকাশ | ২১ ডিসেম্বর ২০১৭, ২২:৫৫ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৭, ২৩:১৪

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ঢাকাটাইমস

বাংলাদেশ পুলিশ বাহিনী জীবন বাজি রেখে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘আগামীতে বঙ্গবন্ধুর এই মাটিতে কোনো সন্ত্রাসী ও জঙ্গিবাদকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না।’

বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। কামারগ্রাম পূর্বপাড়া হাফিজিয়া নূরানি মাদরাসার এএফএম ওবায়দুর রহমান ভবনের উদ্বোধন উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফুর রহমান দোলন সমাবেশে সভাপতিত্ব করেন। 

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্ন দেখিয়েছিলেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশের। জাতির জনকের এই স্বপ্নকে পূরণের জন্য তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন কোথায় গেছে এটা কল্পনা করা যায় না।’ 

কামারগ্রাম আছাদুজ্জামানের নিজের জন্মভূমি। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার গ্রামে আগে যখন আসতাম আমি ভালো বাড়ি দেখতাম না। গায়ে ভালো কাপড় দেখতাম না। এখন দেখি সবাই ভালো কাপড় হয়েছে। ভালো বাড়ি হয়েছে। মাথা পিছু ইনকাম বেড়েছে। বিদ্যুৎ উৎপাদন অনেক বেড়েছে। যোগাযোগ ক্ষেত্রে বিপ্লব সাধিত হয়েছে।’ 

বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে ডিএমপি কমিশনার বলেন, ‘এই পদ্মাসেতু যখন তৈরি করা হয় বিশ্বব্যাংকের অর্থ দিয়ে করার কথা। প্রকল্প শুরুর আগে ষড়যন্ত্র। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ভিক্ষে নয়, আমাদের টাকায় বাংলাদেশের টাকায় পদ্মাসেতু করব। আজকে পদ্মা সেতু বাস্তব। এই পদ্মা সেতু হলে আলফাডাঙ্গাসহ ফরিদপুর এলাকার অতুলনীয় উন্নয়ন হবে। ঘুচে যাবে আমাদের বেকারত্ব। আসবে অর্থনৈতিক চাঞ্চল্য।’ 

আলফাডাঙ্গার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমি দেখেছি এই দেশের মানুষের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কী ভালোবাসা। এই দেশের মানুষের প্রতি তার কী দায়বদ্ধতা। তিনি ব্যক্তিগত আলাপচারিতায় অনেকবার বলেছেন, আলফাডাঙ্গা আমার নিজের জায়গা। আমার নিজের স্থান।’ 

সমাবেশের সভাপতি কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফুর রহমান দোলন বলেন, ‘এলাকার উন্নয়নকে অব্যাহত রাখতে হলে আগামী ২৮ ডিসেম্বর আলফাডাঙ্গা পৌরসভা ও তিনটি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আলফাডাঙ্গার মানুষকে যে সম্মান দেন, সেই সম্মান ধরে রাখতে হবে। তিনি পছন্দ করে নৌকার যে প্রার্থী দিয়েছেন তাকে বিজয়ী করতে হবে।’ 

তিনি বলেন, ‘ব্যক্তি নয়, আমাদের কাছে দল বড়। কে নৌকার প্রার্থী তা না দেখে বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক নৌকায় ভোট দিতে হবে। যদি নৌকার বিজয় হল তাহলে এই এলাকার আরও উন্নয়ন করা যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আমাদের প্রয়োজনের কথা বলতে পারব।’ 

এর আগে কামারগ্রামের পূর্বপাড়ায় মাদরাসার নতুন ভবনের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। এ সময় মাদরাসাসহ সবার মঙ্গল কামনা করে দোয়া করা হয়। 

সমাবেশে আরও বক্তৃতা করেন, আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান খান বেলায়েত হোসেন, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল বাশার মিয়া প্রমুখ। 

(ঢাকাটাইমস/ ২১ ডিসেম্বর/ প্রতিনিধি/ এইচএফ)