নড়াইলে উন্নয়ন কর্মকাণ্ডে মাশরাফি

প্রকাশ | ২২ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৩

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস

‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি বিন মতুর্জার হাত ধরে গড়ে ওঠা উন্নয়নমূলক সংগঠন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান মাশরাফি নড়াইলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন।

শুক্রবার দুপুরে নড়াইল চৌরাস্তায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করেন তিনি।

এর মধ্যে রয়েছে- নড়াইল শহরের নির্দেশনামূলক চিহ্ন এবং বিপিএল খেলায় রংপুর রাইডার্সের পক্ষ থেকে উপহার পাওয়া মাশরাফির অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সিদ্দিকুর রহমান, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাসসহ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তারা।

এর আগে বৃহস্পতিবার ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ কার্যালয়ে মাশরাফিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান ঘোষণা করে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এদিকে, বৃহস্পতিবার রাতে নড়াইল টাউন ক্লাবে ‘পরিবর্তনে যুব সমাজ’ শীর্ষক কম্পিউটার প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি।

এ অনুষ্ঠানে মাশরাফি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, মা-বাবাকে সম্মান করো, নিজে আলোকিত মনের মানুষ হওয়ার চেষ্টা করো, দিন শেষে নিজেকে নিয়ে পাঁচ মিনিট ভাব, আর বাড়ির আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা কর, ভাগ্য বদলে পরিশ্রমের মাধ্যমে নিজেকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা কর।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন কর্মশালার আয়োজন করে। ৩৫০ জন তরুণ-তরুণী প্রশিক্ষণে গ্রহণ করেন।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক স্বাগত বক্তব্য দেন। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ফারুক আলম ও মিনার মাসুদ।

এ সময় ফাউন্ডেশনের সহ-সভাপতি নাহিদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী বশিরুল হক, এম এম কামরুল আলম, কোষাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)