জাবি শিক্ষক আদনান ফাহাদের মায়ের ইন্তেকাল

প্রকাশ | ২২ ডিসেম্বর ২০১৭, ১৯:১০ | আপডেট: ২২ ডিসেম্বর ২০১৭, ১৯:৩২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদের মা নুরজাহান বেগম মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার বিকাল তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছা গ্রামের শেখাবাদের বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮৫ বছর।

নুরজাহান বেগম মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সংগ্রামী, সরাইল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শেখ মো. আবু হামেদের স্ত্রী। মৃত্যুকালে তিনি ছয় ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার ছেলে শেখ আদনান ফাহাদ তার মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামীকাল শনিবার সকাল নয়টায় কালীকচ্ছা বাজার শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হবে।

ঢাকাটাইমস/২২ডিসেম্বর/এমআর