ভিটামিন এ প্লাস খাচ্ছে ফরিদপুরের তিন লাখ শিশু

প্রকাশ | ২৩ ডিসেম্বর ২০১৭, ১২:০৬

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

“ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এ স্লোগানে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ড এর আওতায় ফরিদপুরের শিশুদের টিকা খাওয়ানো শুরু হয়েছে।

আজ শনিবার সকালে ফরিদপুরে জেনারেল হাসপাতালে শিশুদের টিকা খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. অরুণ কুমার বিশ্বাস।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. অরুণ কুমার বিশ্বাস জানান, ফরিদপুর জেলার নয় উপজেলার মোট তিন লাখ ৩৫ হাজার শিশুকে দুই হাজার একশ কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/প্রতিনিধি/ ইএস)