সিসি ক্যামেরার আওতায় গাইবান্ধা জেলা শহর

প্রকাশ | ২৩ ডিসেম্বর ২০১৭, ২১:২৩

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস

অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে গোটা গাইবান্ধা জেলা শহরকে। শনিবার গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কেন্দ্রে ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

উদ্বোধনী দিনে গাইবান্ধা শহরের গুরুত্বপূর্ণ ৮০টি পয়েন্টে সিসি ক্যামেরা বসিয়ে তা চালু করা হয়েছে। এই কর্মসূচির আওতায় দ্বিতীয় পর্যায়ে জরুরিভিত্তিতে আরও ১৬টি সিসি ক্যামেরা বসানো হবে এবং প্রয়োজনে সিসি ক্যামেরার আওতা আরও সম্প্রসারিত করা হবে বলে জানা গেছে। জেলা পরিষদের সহযোগিতায় এবং পুলিশ সুপারের নিজস্ব অর্থায়নে এই সব সিসি ক্যামেরা লাগানো হয়। সব সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ কক্ষটি স্থাপন করা হয়েছে পুলিশ সুপার অফিসের যেখানে সার্বক্ষণিক একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোটা শহরের পরিস্থিতিকে পর্যবেক্ষণ করবেন এবং ক্যামেরার আওতায় সংঘটিত সকল ঘটনা এবং কার্যক্রম তাৎক্ষণিকভাবে এইসব ক্যামেরায় রেকর্ড করা হবে।

অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা ও পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ।

এসময় ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, গাইবান্ধা জেলার আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেই গোটা জেলা শহরকেই পুলিশ সিসি ক্যামেরায় আওতায় আনার এই পরিকল্পনা বাস্তবায়ন করছে। এতে গাইবান্ধা একটি অপরাধমূক্ত শহর হিসেবে গড়ে উঠবে এবং সকল প্রকার অপকর্ম দ্রুত নিরসন করা সম্ভব হবে।

(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)