কক্সবাজারে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

প্রকাশ | ২৭ ডিসেম্বর ২০১৭, ১৯:১০ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৭

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

কক্সবাজারের মহেশখালীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

 

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা ৩৫ মিনিটে পৌরসভার পুটিবিলাস্থ সরওয়ার চেয়ারম্যান বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস, পুলিশ ও র‌্যাব সদস্যরা।

স্থানীয়রা জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হয়ে স্থানীয় বাটা মাঝির বসতবাড়ির বেশির ভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এসময় বাড়িসহ বিমানটিতে আগুন লেগে যায়।

বিমানটি বিধ্বস্তের পর পরই স্থানীয়দের মাঝে আতংকের সৃষ্টি হয়। বর্তমানে মহেশখালী ফায়ার সার্ভিস আগুণ নিয়ন্ত্রণের কাজ করছে।

কক্সবাজার পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, বিধ্বস্ত বিমানটি বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান। তবে বিমানটিতে পাইলট ছাড়া আর কেউ ছিল কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/প্রতিনিধি/এলএ/জেডএ)