ভৈরবে ভেজাল মধু জব্দ, চারজনের কারাদণ্ড

প্রকাশ | ২৮ ডিসেম্বর ২০১৭, ১২:২৪

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জের ভৈরবে ২শ লিটার ভেজাল মধু জব্দসহ চারজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাত ১১টার দিকে পৌর শহরের কমলপুর এলাকার থানার পেছনে দুটি বাসায় এ অভিযান চালান ভৈরব র‌্যাব ক্যাম্পের সদস্যরা।

গোপন সংবাদে ভৈরব র‌্যাব কোম্পানি কমান্ডার শেখ নাজমুল আরেফিন পরাগের নেতৃত্বে পৌর শহরের কমলপুর এলাকার মমতাজ বেগম ও ফারুক মাস্টারের বাসায় অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে। পরে ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা আহমেদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ১০ জনের মধ্যে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

তারা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার ওয়াংকম ইউনিয়নের হরিকলার গ্রামের সিপুসিং চাকমার ছেলে রবি চাকমাকে ১৫ দিন,  মংচিয়ং ছেলে  চাইকোওল্লাকে ৭ দিন, মংপুতাইন চাকমার ছেলে মতিলাল চাকমাকে ৩ দিন,  মংসু চাকমার ছেলে মংএলা নিলয় চাকমাকে ৩ দিন কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা আহমেদ জানান, ভোক্তা দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আওতায় আটকদের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে প্রায় দুইশ লিটার ভেজাল মধু জব্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)