সাংবাদিকের চুরি যাওয়া বাইকসহ এসআই আটক

প্রকাশ | ২৮ ডিসেম্বর ২০১৭, ২২:৩৬

সিলেট প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

সিলেটে এক সাংবাদিকের চুরি যাওয়া বাইকসহ আটক হয়েছেন পুলিশের একজন উপপরিদর্শক (এসআই)। সমীরণ সিংহ নামের ওই এসআই সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় কর্মরত। 

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর তালতলা এলাকা থেকে মোটরসাইকেলসহ তাকে থানায় নিয়ে যায় কোতোয়ালি থানার পুলিশ। পরে তাকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে জানায় থানা সূত্র।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন ঢাকাটাইমসকে জানান, গত ২০ ডিসেম্বর সিলেট নগরীর মানিকপীর রোডের একটি রেস্টুরেন্টের সামনে থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির সিলেট প্রতিনিধি মারুফ আহমদের বাজাজ ডিসকভারি এসটি মডেলের বাইকটি চুরি হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন মারুফ।

পরে নিজের পেশাগত কাজের প্রয়োজনে মারুফ নতুন একটি বাইক কেনেন। এটির লক লাগানোসহ কিছু কাজ করাতে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর তালতলা পয়েন্টের একটি ওয়ার্কশপে যান মারুফ। এর কিছুক্ষণ পরে মারুফের চুরি যাওয়া মোটরসাইকেল চালিয়ে এসআই সমীরণ ওই ওয়ার্কশপে আসেন। নিজের বাইক চিনতে পেরে মারুফ বিষয়টি মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই শফিকুল ইসলাম খানকে জানান।

সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ঘটনাস্থলে এসে মোটরসাইকেলসহ এসআই সমীরণকে থানায় নিয়ে যান শফিকুল ইসলাম খান।

ওসি আরও জানান, ঘটনার পর এসআই সমীরণ সিংহকে ক্লোজড করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/ইএস/মোআ)