স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশ | ২৯ ডিসেম্বর ২০১৭, ১২:৫৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় স্বামীর সঙ্গে অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তার নাম আলো আক্তার। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত আলো তার স্বামীর সঙ্গে ডেমরার স্টাফ কোয়ার্টারের আদর্শ রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন। তার স্বামী পেশায় একজন রাজমিস্ত্রি।

মৃত আলোর স্বামী আবুল কালাম আজাদ জানিয়েছেন, প্রায় নয় মাস আগে তাদের বিয়ে হয়। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন তিনি।

টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/এএ/এমআর