দেশের ৮৭ শতাংশ মানুষ নিরাপদ পানি পায়

বাংলাদেশের ৮৭ শতাংশ মানুষ নিরাপদ পানির সুবিধা ভোগ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) খন্দকার মোশাররফ হোসেন।
আজ সোমবার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সাংসদ এম আবদুল লফিতের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।
এলজিআরডি মন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশে ৮৭ শতাংশ মানুষ নিরাপদ পানি সুবিধার আওতাভুক্ত। সে হিসাবে দেশে মোট ১৩ কোটি ৯২ লাখ মানুষ নিরাপদ পানির সুবিধা ভোগ করে থাকে। অবশিষ্ট ১৩ শতাংশ মানুষ দূরবর্তী অন্যান্য নিরাপদ পানির উৎস থেকে খাবার পানি সংগ্রহ করে থাকে।’
বর্তমানে ৯৯ শতাংশ মানুষ মৌলিক স্যানিটেশনের অন্তর্ভুক্ত জানিয়ে মন্ত্রী বলেন, এর মধ্যে ৬১ শতাংশ উন্নত ল্যাট্রিন, ২৮ শতাংশ যৌথ ল্যাট্রিন ও ১০ শতাংশ মানুষ অনুন্নত ল্যাট্রিন ব্যবহার করে।
সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়ার প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ফুটবল খেলার মান উন্নয়ন ও বিশ্ব র্যাংকিংয়ে উন্নীত করতে মন্ত্রণালয়, ক্রীড়া পরিষদ ও ফুলবল ফেডারেশন সমন্বিত কার্যক্রম গ্রহণ করেছে। মাঠ পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় বাছাই ও নিয়মিত প্রশিক্ষণ চলমান রয়েছে। মেধাবী খেলোয়াড় তৈরির লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে ফুটবল খেলার নৈপুণ্যতা বাড়বে। ফুটবলের হারানো গৌরব ফিরে পাবার সম্ভাবনা রয়েছে।’
আনোয়ারুল আজীমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘গত আট বছরে ২১ লাখ আট হাজার ৩৯৪ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এর মধ্যে পাঁচ লাখ ৭৬ হাজার ৪৯৬ জন আত্মকর্মসংস্থানে নিয়োজিত হয়েছে।’
‘যুব’-এর সংজ্ঞা বিষয়ে জাতীয় পার্টির ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘স্থান ভেদে যুবকের সংজ্ঞা ভিন্নতা রয়েছে। তবে আমাদের দেশে আমরা ১৮ থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত যুব হিসেবে ধরি।’
(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এমএম/মোআ)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

রোহিঙ্গাদের জন্য বাংলাদেশকে ৬ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

‘কেউ কি আরেকটি সোনালি কাবিন লিখতে পেরেছে?’

আখেরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা

বায়তুল মোকাররমে আল মাহমুদের জানাজা দুপুরে

ড. ওয়াজেদ মিয়ার ৭৭তম জন্মবার্ষিকী আজ

বিশ্ব ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু

৩৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ-জার্মান চুক্তি

বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত ১০টায়

‘সোনালী কাবিন’ রেখে চলে গেলেন আল মাহমুদ
